Update News

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ভর্তি চলছে .........বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর ২০১৬ প্রবিধান মোতাবেক জাতীয় দক্ষতামান বেসিক ৩/৬ মাস টা ) প্রশিক্ষণ শিক্ষাক্রমে ভর্তি চলছে.........

Department

Civil

বাংলায় বলা হয় পূরকৌশল বিভাগ। নগর সভ্যতার উত্তরেণে এ টেকনোলজির গুরুত্ব সর্বাগ্রে। সিভিল টেকনোলজিতে ছাত্রদের হাতে কলমে শিক্ষা প্রদানের জন্য রয়েছে ম্যাশন সপ, উড সপ, সার্ভেইং সপ, ফিটিং সপ, সয়েল ল্যাব, অটোক্যাড ল্যাব। এসব ল্যাব/সপে ফিল্ড সার্ভে, অটোক্যাড ডিজাইন ও মাল্টিমিডিয়া ক্লাস রুমের মাধ্যমে শিক্ষা প্রদান করা হয়।

> More

Computer

কম্পিউটার আধুনিক বিজ্ঞানের এক আশ্চর্যজনক আবিস্কার। আধুনিক সমাজ জীবন কম্পিউটার ছাড়া অচল। তাই আমাদের এই টেকনোলজিতে রয়েছে সর্বাধুনিক কম্পিউটার সামগ্রী, সুদৃশ্য নেটওয়ার্ক ল্যাব, ডিজিটাল ল্যাব, সফ্ টওয়ার ল্যাব, হার্ডওয়ার ল্যাব যেগুলোর প্রত্যেকটিতেই রয়েছে ইন্টারনেট সুবিধা ও সকল ত্তত্ত্বীয় ক্লাস সমূহ পরিচালিত হয় মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে।

> More

Electrical

ডিজিটাল বাংলাদেশের বিনির্মাণে বিদ্যুৎ ও পাওয়ার সেক্টর অত্যন্ত গুরুত্বপুর্ণ। আমাদের এই টেকনোলজির শিক্ষার্থীরা ইলেক্ট্রিকাল পাওয়ার সপ ও ওয়ারিং সপ এর ক্লাসে অতযাধুনিক যন্ত্রপাতি, ট্রান্সমিশন লাইন, এসবের উপর সর্বাধুনিক প্রযুক্তি সম্মত শিক্ষা গ্রহণ করে থাকে।

> More

Mecanical

মেকানিক্যাল টেকনোলজি হলো সকল টেকনোলজির চাবি ।মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষা,গবেষণা,উদ্ভাবন,নীতি অধ্যায়ন, পাঠ্যকরাম এবং পেশাদারী উন্নয়ন, সামাজিক সেবা ও অন্যান্য শিক্ষামুলক পাঠ দানের জন্য প্রতিশ্রুতি বদ্ধ ।বিভিন্ন শিল্প ও পরিবেশগত প্রকল্পের উন্নয়ন এবং বাস্তবায়ন প্রক্রিয়ার গুরুত্পূরন ভূমিকা পালণ করে থাকে।

> More

Textile

সুতা থেকে কাপড় বুননের উপর বাঙলীদের প্রশিক্ষণের জন্য বৃটিশ সরকার অবিভক্ত ভারতবর্ষে ১৯১১ খ্রিঃ হতে ১৯২৯ খ্রিঃ সময়ের মধ্যে ৯টি উইভিং স্কুল এবং ২৫টি পেরিপেটেটিক স্কুল প্রতিষ্ঠা করে।

> More
1.ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ভর্তি চলছে...... > Reed More

2.বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর ২০১৬ প্রবিধান মোতাবেক জাতীয় দক্ষতামান বেসিক ৩/৬ মাস ( ৩৬০ ঘণ্টা ) প্রশিক্ষণ শিক্ষাক্রমে ভর্তি চলছে......... > Reed More
কমর্র্মুখী শিক্ষা কর্মসংস্থানের প্রধান সহায়ক’ এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের প্রিয় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ছাত্রছাত্রীদের তথা প্রযুক্তিনির্ভর আধুনিক ও কর্মমুখী শিক্ষা দিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য । > Reed More
1. ডিপ্লোমা-ইন -ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২০১৬ সনের ডিসেম্বর- জানুয়ারী মাসে অনুষ্ঠিত ১ম ও ৩য় পর্ব সমাপনী পরীক্ষার ফলাফল। > Reed More

2. পাওয়ার টেকনোলজির 2016 সালের অনুষ্ঠিতব্য পরীক্ষার প্রথম ও তৃতীয় পর্বের রেজাল্ট > Reed More